অনলাইন ডেস্ক :
যুব গেমসের সাইক্লিংয়ে আলো ছড়িয়ে দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে খুশি মনে বাড়ি ফিরছিলেন মাশরাফি হোসেন মারুফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাড়ি ফেরা হলো না তার। ট্রেন থেকে বন্ধুদের নিজের বাড়ি দেখাতে গিয়ে পা পিছলে পড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই উঠতি সাইক্লিস্ট। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়ে প্রাণ হারান মারুফ। ১৬ বছর বয়সী এই সাইক্লিস্টের অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী স্বপ্ন। “যুব গেমসে সে তিনটি পদক পেয়েছে, খেলেছে রংপুর বিভাগের হয়ে। রাত্রেই ট্রেনে বাড়ি ফিরছিল, দিনাজপুর ট্রেন স্টেশনে ঢোকার কিছু আগে তার বাড়ি, ওই সময় সে দরজার কাছে গিয়ে বন্ধুদের নিজের বাড়ি দেখাচ্ছিল। ওই সময়ই সে পা পিছলে পড়ে গিয়ে স্পট ডেড হয়ে যায়।” “ছেলেটাকে আমি তিনবার ডেকেছি পুরস্কারের জন্য। ন্যাশনাল টিমের জন্য বাছাই করেছি। ওকে বলেছি, আমি তোমাকে সাইকেল ব্যবস্থা করে দিলে তুমি আসতে পারবে কিনা, সে হ্যাঁ বলল। ওর ফিগার ভালো, এ কারণেই অলিম্পিকের সলিডারিটি গেমসের ক্যাম্পের জন্য বাছাই করেছিলাম। আমরা খুবই শোকাহত।” কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে নবম শ্রেণিতে পড়া মারুফের মৃত্যতে শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি