January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 8:07 pm

দুর্দান্ত এক গোলের দেখা পেলেন রোনালদো

অনলাইন ডেস্ক :

টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার পর একক নৈপুণ্যে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার দল আল নাস্র লিগে ফিরল জয়ের পথে। সৌদি প্রো লিগে শনিবার প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে আল নাস্র। আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় আল নাস্র। পরে গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও ব্যক্তিগতভাবে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। শেষ দিকে তাকে তুলেও নেন কোচ। সব মিলিয়েই সময়টা ভালো যাচ্ছিল না পর্তুগিজ তারকার। আভার বিপক্ষেই এবার লিগ ম্যাচে নেমে ২৬তম মিনিটে গোল খেয়ে বসে আল নাস্র, গোলটি করেন আব্দুলফাত্তাহ আদাম আহমেদ। সময় বয়ে যাচ্ছিল, আল নাস্র শিবিরে হয়তো পেয়ে বসতে শুরু করেছিল আরেকটি হারের শঙ্কা। অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। অনেক দূর থেকে ফ্রি কিকে রক্ষণ দেয়ালের খেলোয়াড়দের মধ্য দিয়ে বল জালে পাঠান তিনি। জানুয়ারিতে আড়াই বছরের চুক্তিতে যোগ দেওয়া আল নাস্রের হয়ে এই নিয়ে ৯টি গোল করলেন রোনালদো। ক্লাবের আঙিনা মার্সুল পার্ক স্টেডিয়ামে অবশ্য এটিই প্রথম। এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে আল নাস্রের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা। ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্র। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।