October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 1:18 am

দুর্নীতির অভিযোগের মধ্যেই সালাউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ফটো

 

দুর্নীতির অভিযোগের মুখে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ও নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিরাগমন-১ শাখার উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, আগামী ১৪ থেকে ২১ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা মেম্বারস অ্যাসোসিয়েশন ২০২৬ প্ল্যানিং মিটিং এবং এএফসি অ্যাওয়ার্ড নাইট ২০২৫। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাফুফে কর্তৃপক্ষ সালাউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানায়।

এ অনুরোধের প্রেক্ষিতে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে শুনেছি, তবে এখনো হাতে পাইনি।’

দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বিদেশ ভ্রমণের অনুমতি পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

অন্যদিকে, কাজী সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের বিরুদ্ধে নানা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে। ফিফার আর্থিক সহায়তার অপব্যবহার, টুর্নামেন্ট আয়োজন সংক্রান্ত দুর্নীতি, এবং অভ্যন্তরীণ স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলাররাও।

এর আগে ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের কারণে চার বছরের জন্য নিষিদ্ধ করে। একই সঙ্গে সাবেক সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকেও প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

২০১৬ সালে জাতীয় দলের সাবেক ফুটবলার শামসুল আলম মঞ্জু ও প্রয়াত বাদল রায় বাফুফের অনিয়মের নানা নথি ফিফা ও এএফসির কাছে পাঠিয়েছিলেন। অভিযোগপত্রের সঙ্গে যুক্ত ছিল প্রায় ৩৮০ পৃষ্ঠার প্রমাণপত্র।

দেশের ফুটবলের দুরবস্থার জন্য কাজী সালাউদ্দিনের নেতৃত্বকে দায়ী করছেন অনেক সাবেক খেলোয়াড় ও বিশ্লেষক। তাদের অভিযোগ, দীর্ঘদিনের স্বজনপ্রীতি, অনিয়ম ও আর্থিক দুর্নীতির কারণে বাংলাদেশের ফুটবল তার গৌরব হারিয়েছে।

এনএনবাংলা/