Wednesday, December 24th, 2025, 6:33 pm

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি বুলবুল

 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংস্থাটির সভাপতি নিজেই। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)-এর চেয়ারম্যান আদনান রহমান দিপনের তোলা অভিযোগকে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন।

সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন অভিযোগ করেন, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ১৫ বছরের শাসনামলের সমপরিমাণ দুর্নীতি গত ছয় মাসেই হয়েছে। দিপনের দাবি, বোর্ডের ভেতরে না গেলে এই মাত্রার দুর্নীতির বিষয়টি বিশ্বাস করা কঠিন।

সংবাদমাধ্যমকে দিপন বলেন, “একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, পাপনের ১৫ বছরের সমান দুর্নীতি হয়েছে সবশেষ ছয় মাসে। অনেকের ধারণার বাইরে ছিল। বোর্ডে না ঢুকলে বিশ্বাস হতো না এরা এত দুর্নীতি করে।”

উল্লেখ্য, নাজমুল হাসান পাপনের নেতৃত্বে প্রায় ১৫ বছর বিসিবিতে মাঠে ও মাঠের বাইরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আলোচনায় ছিল। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন পাপন। এরপর বিসিবির সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। তবে নয় মাসের মাথায় তাঁকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে।

দিপনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “এটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি বলতে পারি, এটা তাঁর ব্যক্তিগত মতামত। এই ধরনের কোনো অডিট বা কাজ আমরা করছি না—এমনটা নয়। আমরা যেটা করছি, সেটা হচ্ছে পুরো বাংলাদেশ ক্রিকেটে গত ১৫ বছরে যেগুলো হয়নি, সেগুলো এখন করা।”

বুলবুল আরও বলেন, “আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি। এমন সময়ও গেছে যখন দেশের ক্রিকেটে ১ ওভারে ৯০ রান দেওয়া হয়েছে। বেশ কিছু পিচের মাটি কেনা হলেও তার কোনো হদিস নেই। এসব বিষয় নিয়ে এখন অডিট চলছে। কিন্তু দুর্নীতির অভিযোগ আমি মেনে নিতে পারছি না। এটা তাঁর ব্যক্তিগত মত।”

এনএনবাংলা/