January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 21st, 2024, 8:41 pm

দেখা হলেও কথা হয়নি সাকিব-তামিমের

অনলাইন ডেস্ক :

দীর্ঘ পাঁচ মাস পর বিপিএল দিয়ে আবারও মাঠের খেলায় ফিরলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা মিশন শুরু করে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। ব্যাট হাতেও দ্বিতীয় ইনিংসে নিজের দলকে ভালো শুরু এনে দেন অধিনায়ক তামিম ইকবাল। ২৪ বল খেলে ৩৫ রান করেন তিনি। ম্যাচ শেষে দলের অফিসিয়াল সংবাদ সম্মেলনে আসেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কথা বলেন ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন নিয়ে। এতদিন পর মাঠের খেলায় ফিরলেন। মাঠে নামার আগে নিজের অনুভূতি কেমন ছিল। এই বিষয়ে তামিম বলেন, ‘নার্ভ তো একটু হলেও থাকে কিন্তু তাড়াতাড়ি বাউন্ডারি পাওয়াতে আমার জন্য কাজটা অনেক সহজ হয়েছে। এর আগে গেল দুই দিন বিকেএসপিতে আমরা ম্যাচের মতো করে খেলেছি। তারপরও মাঠের খেলায় একটু নার্ভ হলেও কাজ করে।’

তামিম আরও বলেন, ‘আমাদের যেই ছোট ছোট ভুলগুলো হয়েছে এই ম্যাচে। আপনি যদি আমার ইনিংসটা দেখেন, আমি যেই অবস্থায় ছিলাম। আমি যদিও তখন সাধারণভাবে ব্যাট করতাম। তাহলে আমরা আরও দুই-তিন ওভার আগে ম্যাচ জিততে পারতাম। এমনকি মিরাজ এবং মুশফিক যেই সময় ব্যাট করছিল, তখন তাদের ঐ শর্ট খেলার দরকার ছিল না। এইসব কারণে খেলাটা অন্য দিকে মোড় নিয়েছে। আমাদের সুযোগ ছিল ম্যাচটা আরও দুই-তিন ওভার আগে শেষ করার।’ এছাড়াও চলতি বিপিএলের উইকেট নিয়ে তামিম বলেন, ‘আমি ব্যাট করছি, এটা অনেক ভালো উইকেট। সত্যি কথা বলতে পেস বোল খুব সুন্দরভাবে আসছিল। ঐরকম আহামরি কিছু হয়নি। একটা-দুইটা বল একটু খারাপ হয়েছে, এটা নরমাল।’ সেই সঙ্গে ফরচুন বরিশালের অধিনায়ককে প্রশ্ন করা হয়।

বিপিএলের মতো টুর্নামেন্ট জমাতে কী দরকার? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভালো ধারাভাষ্যকার দরকার।’ সেই সঙ্গে দীর্ঘদিন পর জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে দেখা হয়েছে এই দেশসেরা ওপেনারের। সাকিবের সঙ্গে কোনো কথা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘না, ওর সঙ্গে কোনো কথা হয়নি।’ এছাড়া গেল বছর সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়ান এই ক্রিকেটার। আবারও জাতীয় দলের জার্সি গায়ে তাকে দেখা যাবে কি না? এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমি তাড়াতাড়ি জানিয়ে দেব প্রেস কনফারেন্স করে। এই বিপিএলের মধ্যে সেটা হতে পারে।’