January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 25th, 2022, 7:47 pm

দেখে নিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

অনলাইন ডেস্ক :

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর। বুধবার বাছাইপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। এরইমধ্যে দিয়ে এশিয়া কাপের ছয় দল পূর্ণ হলো। এশিয়া কাপের ‘বি’ গ্রুপে খেলবে হংকং। দুটি গ্রুপে মোট ছয়টি দেশ খেলবে এবারের এশিয়া কাপে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হংকং।
একনজরে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি
২৭ আগস্ট : শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
২৮ আগস্ট : ভারত বনাম পাকিস্তান
৩০ আগস্ট : বাংলাদেশ বনাম আফগানিস্তান
৩১ আগস্ট : ভারত বনাম হংকং
১ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম হংকং
গ্রুপ পর্বের পর হবে ‘সুপার ফোর’ রাউন্ড। ‘এ’ ও ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল খেলবে ‘সুপার ফোর’ এ। এই পর্যায়ে একটি দল রাউন্ড রবিন ভিত্তিতে অন্য তিনটি দলের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে।
সুপার ফোরের সময়সূচি
৩ সেপ্টেম্বর : বি ১ বনাম বি ২
৪ সেপ্টেম্বর : এ ১ বনাম এ ২
৬ সেপ্টেম্বর : এ ১ বনাম বি ১
৭ সেপ্টেম্বর : এ ২ বনাম বি ২
৮ সেপ্টেম্বর : এ ১ বনাম বি ২
৯ সেপ্টেম্বর : বি ১ বনাম এ ২
সুপার ফোর পর্ব শেষ হওয়ার পর, পয়েন্ট টেবিলের শীর্ষে ২টি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনাল ম্যাচটি ১১ সেপ্টেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।