January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 14th, 2023, 3:16 pm

দেড় ঘণ্টার চেষ্টায় নবাবপুরের গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে

বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবপুরে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দূর থেকে দেখা যাচ্ছিল যে ঘন ধোঁয়ার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে আগুনের কমলা আভা। সৌভাগ্যক্রমে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার বলেন, সুরিটোলার নবাবপুর টাওয়ারের পাশে আইয়ুব ভবন থেকে ঘন ধোঁয়া বের হওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সতর্ক করে।

‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ফায়ার ফাইটিং ইউনিট আগুন নেভায়। অগ্নিনির্বাপকরা যখন আসে ততক্ষণে গুদামটি আগুনে পুড়ে যায়।’

‘অগ্নিনির্বাপকরা রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে পারে। তবে, আগুনের দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।’

—-ইউএনবি