November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 7:35 pm

দেবিদ্বারে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নাজমুলের মৃত্যু

মুরাদনগর(কুমিল্ল) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে মালবাহী লরির চাপায় নাজমুল হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী মো. নজরুল ইসলামের বড় ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ক্ষোভে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে থানা ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাধবপুরে হাইওয়ে থানার  এক পুলিশ কর্মকর্তা  জানান, মটর সাইকেল সার্ভিসিং করে তিনটার দিকে নাজমুল হাসান মোটরসাইকেলযোগে কুমিল্লা শহর থেকে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। পথে লক্ষীপুর মোড়ে পৌঁছালে একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তেই লরির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত নাজমুলকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত লরি ও মোটরসাইকেল জব্দ করে। তবে লরিচালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানা ও দেবিদ্বার থানার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ঘটনাস্থল থেকে লরি, মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। নিহত নাজমুল হাসানের অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাহাবাদ বাজারে দোকানপাট বন্ধ রেখে স্থানীয় ব্যবসায়ীরা তার প্রতি শোক প্রকাশ করেছেন।