অনলাইন ডেস্ক :
দেব তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোলন্দাজ’ আর ‘সনক’-এর সাফল্য উপভোগ করতে পাড়ি জমিয়েছে আইসল্যান্ডে। তবে দেব একা যায়নি সঙ্গে নিয়েছেন তার দেবীকে। অর্থাৎ প্রেমিকা রুক্মিণী মৈত্রকে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, টলিউড সাংসদ তারকা দেব অভীনিত সিনেমা ‘গোলন্দাজ’ এক সপ্তাহেই দুই কোটির ব্যবসা করে ফেলেছে। আবার রুক্মিণী মৈত্রের প্রথম হিন্দি সিনেমা ‘সনক’ ও দর্শক এবং সমালোচক প্রশংসিত। ওটিটিতে জাতীয় স্তরে এক নম্বর স্থানে রয়েছে ‘সনক’। দুই তারকা কাজের সাফল্যের পর একান্তে সময় কাটানোর জন্য বুধবার (২৭ অক্টোবর) রাতেই ফ্লাইট ধরেছেন। ভারত থেকে সরাসরি আইসল্যান্ড যাওয়ার বিমান নেই। তাই তারকা যুগল প্রথমে যাবেন দুবাই। সেখান থেকে আবার বিমান ধরে পৌঁছে যাবেন নির্দিষ্ট গন্তব্যে। ছুটি কাটানো শেষ করে এসে ‘কিশমিশ’ সিনেমার ডাবিং এবং প্রচার নিয়ে জোরকদমে ব্যস্ত হয়ে পড়বেন দুই তারকা। ‘কিশমিশ’ সিনেমা পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়। এ সিনেমার মধ্য দিয়ে ষষ্ঠ বারের মতো একসঙ্গে অভিনয় করছেন দেব-রুক্মিণী। এ তারকা জুটির হাতে রয়েছে ‘কাছের মানুষ’ শিরোনামের সিনেমা। কিশমিশ এর ডাবিং শেষ করেই দেব শুরু করবেন এ সিনেমার কাজ। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’-এর পর দেব প্রযোজিত এ সিনেমায় আবার মুখোমুখি হবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। ‘গোলন্দাজ’ সিনেমার পর এ ছবিরও নায়িকা ইশা সাহা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত