অনলাইন ডেস্ক :
ওপার বাংলার সুপারস্টার দেব নিয়ে আসছেন নতুন সিনেমা। নাম ‘টনিক’। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন দেব। এবার তার সহযোগী হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে দেবের নতুন সিনেমার প্রচারে নেমেছেন শুভশ্রী। দর্শকদের অনুরোধ করে শুভশ্রী বলেন, বড়দিনের আগের দিন ছোট বড় সবার জন্য আসছে ‘টনিক’। পরিচালনায় অভিজিৎ সেন। আমার ভীষণ প্রিয় পরিচালক। তাই সবাইকে বলছি, প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন। বাংলা সিনেমার প্রচারে শুভশ্রীর এ ভিডিও বার্তার প্রশংসা করেছেন অনেকে। জানা গেছে, শুভশ্রী বর্তমানে ব্যস্ত আছে ‘ডা. বক্সী’র কাজ নিয়ে। শুধু শুভশ্রীই না, সিনেমার প্রচারে দেবের সঙ্গে বেশ ভালোভাবেই নেমেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাকেও দেখা যাবে এ সিনেমায়। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে শুভশ্রীর ভিডিও বার্তা। এদিকে এক সাক্ষাৎকারে প্রযোজনায় আসার কারণ জানিয়েছেন দেব। জানান, দেব নিজের পছন্দ মতো ছবি পাচ্ছিলেন না বলেই ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ খোলার সিদ্ধান্ত নেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের মতো করে কাজ করার সুযোগ পেতে চান। আর সত্যিই তেমনটা ঘটেছে। যে রকম গল্প মাথায় এসেছে, নিজের প্রযোজনা সংস্থার দৌলতে নিজের মতো করে সিনেমা বানাচ্ছেন তিনি। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’র ব্যানারে নির্মিত হয়েছে ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘পাসওয়ার্ড’র মতো ছবি। সবশেষ মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমাটি। এ ছাড়া তার প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। অপেক্ষায় আছে একাধিক সিনেমা মুক্তির।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত