October 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 21st, 2025, 1:35 am

দেব-রুক্মিণীর ‘ওপেন সিক্রেট’ প্রেমে ভাঙনের সুর

 

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্র—দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। টলিপাড়ায় তাদের ঘনিষ্ঠতা এতটাই পরিচিত যে অনেকের কাছে এটি এক ‘ওপেন সিক্রেট’। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় এই দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই দেব ও রুক্মিণীর মধ্যে নাকি মনোমালিন্য চলছে। দেবের সঙ্গে একাধিক সহ-অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা হয়েছে। এমনকি গত বছর রুক্মিণী একবার ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিলেন বলেও জানা যায়, যদিও পরে দেবের জন্মদিনে আবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

তবে সাম্প্রতিক সময়ের চিত্রটা ভিন্ন। দেবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই অনুপস্থিত রুক্মিণী। বিশেষ করে নায়কের অভিনয়জীবনের ২০ বছর পূর্তির অনুষ্ঠানে এবং দেব প্রযোজিত ও অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতেও তার দেখা মেলেনি। আর এতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন—তাহলে কি সত্যিই ভাঙনের সুর এই জুটির সম্পর্কে?

এদিকে কালীপূজার জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন রুক্মিণী। বর্তমানে কাজের সুবাদে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন। কলকাতায় ফেরার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন—কেন দেখা গেল না ‘রঘু ডাকাত’–এর প্রদর্শনীতে? প্রত্যুত্তরে রুক্মিণী বলেন, ‘আসলে কাজের জন্য এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটাব। কালই আবার চলে যেতে হবে দিল্লি, ভাইঝি আমাইরার জন্মদিন আছে।’

তবে দেবের পাশে না থাকার প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে রহস্যময় হাসি দিয়ে তিনি বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’

অন্যদিকে, নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও একাধিকবার মুখ খুলেছেন। ‘ধূমকেতু’ সিনেমার প্রচারের সময় তিনি বলেছিলেন, ‘যারা এসব বলে, তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে?’

টলিপাড়া এখনো অপেক্ষায়—দেব-রুক্মিণীর ‘ওপেন সিক্রেট’ প্রেমের গল্পে নতুন মোড় আসছে, নাকি এ কেবলই সাময়িক দূরত্ব?

এনএনবাংলা/