January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 7:37 pm

দেব-রুক্মিণীর সোশ্যাল ওয়াল জুড়ে শুধুই মালদ্বীপ

অনলাইন ডেস্ক :

মালদ্বীপের ওয়াটার বডিতে বসা দেবের এ ছবি এখন ঘুরছে নেট দুনিয়ায়। ছবি পোস্ট করে দেব ক্যাপশনে লিখেছেন, ‘গুড মর্নিং’। সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপের টুকরো কিছু মুহূর্তের ছবি শেয়ার করছেন দেব-রুক্মিণী দুজনেই। দুই অভিনেতার সোশ্যাল ওয়াল জুড়ে এখন শুধুই মালদ্বীপ। কখনো নিজের ছবি পোস্ট করেছেন দেব আবার কখনো প্রকৃতির ছবি। রুক্মিণীর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেও দেখা গেল একই ছবি। যদিও দুজনে একসঙ্গে কোনো ছবিই পোস্ট করেননি। কিন্তু দুজনের সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছে তাদের একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর কথা। কদিন আগে পর্যন্তও শুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব-রুক্মিণী। দেব ব্যস্ত ছিলেন ‘বাঘা যতীন’ ছবির শুটিয়ে। অন্যদিকে রুক্মিণী জমিয়ে নিজের সেরা পারফরম্যান্স দিতে প্রাণপণ খেটেছেন ‘বিনোদিনী’ ছবিতে। অরুন রায়ের ‘বাঘা যতীন’ ছবিতে ঐতিহাসিক এক চরিত্রে পর্দায় আসছেন দেব। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনের গল্পে আধারিত দেবের এ ছবি বাংলা ছবির ইতিহাসে অন্যতম সেরা একটি সম্পদ হতে চলেছে। বীর বিপ্লবীর ভূমিকায় দেবের প্রথম ঝলক পছন্দ করেছে দর্শক। শুটিং করতে গিয়ে চোখে চোটও পেয়েছেন সুপারস্টার। তবে এবার অপেক্ষা ছবি মুক্তির। নিজের সেরাটা দিয়েছেন দেব, যা একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন নিজেই। অন্যদিকে বিনোদিনী দাসী হয়ে রূপালি পর্দায় আসছেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। রুক্মিণীর অভিনয় জীবনের অন্যতম সেরা ব্রেক। রামকমল মুখোপাধ্যায়ের এই ছবির নাম ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’। চরিত্রের প্রয়োজনে কঠোর তালিমে ছিলেন অভিনেত্রী। শিখেছেন নাচও। বিনোদিনী দাসি হয়ে উঠতে রুক্মিণীকে সাহায্য করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। টালিপাড়ার এই অফস্ক্রিন কাপলের এই দুই ছবির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। আর তাই রিফ্রেশমেন্টের জন্য নিজেদের পছন্দের ডেস্টিনেশনে গেলেন দেব-রুক্মিণী। পোস্ট করলেন ছবিও। ছবি নিয়ে আশাবাদী দুজনেই। এই দুই ছবিই প্রযোজনার দায়িত্বে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।