January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 24th, 2022, 8:44 pm

দেম্বেলেকে নিয়ে উচ্ছ্বসিত শাভি

অনলাইন ডেস্ক :

নিজে করলেন একটি গোল, সতীর্থদের দিয়ে করালেন তিনটি। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দলকে বড় জয় এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উসমান দেম্বেলের সপ্রতিভ পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। তার বিশ্বাস, ফরাসি ফরোয়ার্ডের সবসময়ই এমন ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য আছে। লা লিগায় রোববার রাতে কাম্প নউয়ে বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রথমে দলকে এগিয়ে দেওয়ার পর রবের্ত লেভানদোভস্কি, সের্হি রবের্তো ও ফেররান তরেসকে দিয়ে গোল করিয়ে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন দেম্বেলে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে চার গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন দেম্বেলে। এর মধ্যে লা লিগায় ৫টি, এই মৌসুমে এখন পর্যন্ত যা লিগে সর্বোচ্চ। ২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এই প্রথমবার এক ম্যাচে চারটি গোলে অবদান রাখার কীর্তি গড়লেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া প্রতিক্রিয়ায় দেম্বেলের ভূয়সী প্রশংসা করেন শাভি। “ম্যাচে সে পাদপ্রদীপের আলোয় ছিল, কারণ সে ঝুঁকি নেয় এবং এটা অনেকটা মুদ্রার এপিঠ-ওপিঠের মত। সে দারুণ অনুপ্রাণিত ছিল।” “মাঠে সে সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছিল। সে এখানে (ক্লাবে) আছেই পার্থক্য গড়ে দেওয়ার জন্য এবং সে এই কাজগুলো করতে সক্ষম।” বিলবাও ম্যাচে দারুণ জয়ের মাঝেই বার্সেলোনার জন্য দুর্ভাবনা হয়ে এসেছে গাভি ও রবের্তোর চোট। প্রথমার্ধে অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে যান গাভি। আর ম্যাচের শেষ দিকে স্ট্রেচারে করে বাইরে নেওয়া হয় রবের্তোকে। মার্কাকে শাভি বলেছেন, দুজনের মধ্যে রবের্তোর চোট গুরুতর হতে পারে। “গাভির চোট খুব খারাপ কিছু বলে মনে হয়নি, তবে দেখে মনে হচ্ছে সের্হির (রবের্তো) চোট গুরুতর। আমরা আজ মঙ্গলবার তাদের অবস্থা পর্যালোচনা করব।” লা লিগায় ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। শাভির দলের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার, বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এই ম্যাচে হারলে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।