Sunday, December 28th, 2025, 4:30 pm

দেশকে সংকটমুক্ত রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: ভিপি নুর

 

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তির পক্ষে রাষ্ট্র পরিচালনা কিংবা স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি মনে করেন, দেশকে চলমান সংকট থেকে বের করে আনতে আগামী দিনে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে পটুয়াখালীর গলাচিপা বিএনপি কার্যালয়ে দলের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন নুরুল হক নুর। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পরে ফুলের মালা দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

নুরুল হক নুর বলেন, গণ অধিকার পরিষদ ও বিএনপির মধ্যে সমঝোতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর আলোচনা ছড়ানো হচ্ছে। তবে সময়ই প্রমাণ করবে বিএনপি গণ অধিকার পরিষদকে কীভাবে মূল্যায়ন করে। তারেক রহমানের সঙ্গে হওয়া সমঝোতার বিষয়ে তিনি বলেন, “তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে, তা আমরা প্রকাশ্যে বলব না। আমরা জানি, তিনি কথা দিলে তা রাখেন।”

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত গণ অধিকার পরিষদের সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। তবে নির্বাচিত সরকার দায়িত্বে এলেও কিছু অরাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, যা রাষ্ট্রের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করবে।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে নুর বলেন, গণঅভ্যুত্থানের সাহসী কর্মী ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। ওই ঘটনার রেশ ধরেই গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তিনি মন্তব্য করেন, পরিস্থিতি আরও অবনতি হলে দেশ সংকটে পড়েছে—এই অজুহাতে কেউ কেউ দায়িত্ব নেওয়ার নাটক করতেও পারে।

নুরুল হক নুর বলেন, শুধু নির্বাচনই সংকট সমাধানের একমাত্র পথ নয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এতে দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, ব্যক্তিগত লাভ কিংবা দলীয় আসনের হিসাব তার রাজনীতির প্রধান বিষয় নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থই তাদের রাজনীতির মূল লক্ষ্য। এ কারণে এখানে কোনো ধরনের ভাগ-বাটোয়ারার রাজনীতির স্থান নেই।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, কেন্দ্রীয় যুবদল নেতা ইখতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিক খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাবুদ্দিন সিকদার, গণ অধিকার পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন, গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, জেলা সাবেক সদস্য সচিব শাহ আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এনএনবাংলা/