October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 9:08 pm

দেশজুড়ে প্রদর্শিত হবে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র

শহীদ আবরার ফাহাদ /ফাইল ফটো

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (৭ অক্টোবর) দেশজুড়ে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’। রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে এ প্রামাণ্যচিত্র দেখানো হবে সন্ধ্যা ৭টায়। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে আরও জানানো হয়েছে, সরকার ৭ অক্টোবরকে ‘আবরার ফাহাদ স্মরণ দিবস’ এবং ২৫ ফেব্রুয়ারিকে ‘বিডিআর ম্যাসাকার দিবস’ হিসেবে জাতীয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর এই দুটি দিন বিশেষভাবে পালন করা হবে।

বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঐতিহাসিক ঘটনার স্মৃতিকে সংরক্ষণে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। সেখানে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর হত্যাকাণ্ডের দিনটি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও জ্বালানি চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক একটি স্ট্যাটাস দেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।

এরপর ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পেটায় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সাত-আটজন নেতাকর্মী। দীর্ঘ নির্যাতনের পর ওই রাতেই মারা যান মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

এনএনবাংলা/