November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 5:41 pm

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

 

স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এ সিদ্ধান্ত জানায়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এমবিসিবির সেক্রেটারি এবং সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী মোবাইল ফোন বিক্রি বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়।

বক্তারা বলেন— “আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলনে নামব।” একইসঙ্গে তারা ‘দেশ অচল করে দেওয়ার’ হুমকিও দেন।

পিয়াসের পরিবারের একজন সদস্য ঘটনাটি নিশ্চিত করেছেন। তার স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে নিয়ে যায় ডিবি সদস্যরা এবং তার মোবাইল ফোনও জব্দ করে।

এমবিসিবি বলছে, অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পিয়াসকে রহস্যজনকভাবে তুলে নেওয়ায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক তৈরি হয়েছে। তারা সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা ও দ্রুত মুক্তি দাবি করেন।

ডিআরইউতে উপস্থিত ব্যবসায়ীরা বলেন— “এভাবে ব্যবসায়ীদের তুলে নেওয়া হলে দেশের ব্যবসায়িক পরিবেশ হুমকির মুখে পড়বে।”

এনএনবাংলা/