দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়—গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। শহীদ জেহাদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে দেশি-বিদেশি সব চক্রান্ত প্রতিহত করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। রক্তে রঞ্জিত সেই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে গিয়ে জেহাদ পুলিশের গুলিতে প্রাণ দেন। তাঁর সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় সংঘটিত হয় গণ-অভ্যুত্থান, পতন ঘটে স্বৈরশাসক এরশাদের।
তারেক রহমান বলেন, “স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও তা দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর অঙ্গীকার নিয়েই জেহাদ জীবন উৎসর্গ করেছিলেন। আমরা যদি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি, তবে তাঁর আত্মা কষ্ট পাবে।”
অন্যদিকে, শহীদ জেহাদ দিবস উপলক্ষে পৃথক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচারীর বুলেট নিজের বুকে নিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তাতেই শহীদ জেহাদের আত্মা শান্তি পাবে।”
এনএনবাংলা/
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪.৭৯ শতাংশ