December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 4:13 pm

 ‘দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ’ : উপদেষ্টা আদিলুর রহমান খান

 

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, চলমান সময়ে বিদেশ থেকে নতুন করে চিনি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে না। দেশে বিভিন্ন চিনিকলে মজুত থাকা চিনি টিসিবির মাধ্যমে বিক্রির কাজই আগে সম্পন্ন করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবনে চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, দীর্ঘদিন অবহেলিত থাকা উত্তরা গণভবনকে এখন ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, “সভা কবে হবে তা এখনও নির্ধারণ হয়নি। সাধারণত প্রতিটি সরকারের সময় এক বা একাধিক সভা অনুষ্ঠিত হয়।”

চিনি আমদানি বন্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আদিলুর রহমান খান বলেন, দেশীয় কারখানায় ব্রিটিশ আমলের প্রযুক্তিতে উৎপাদিত বিপুল পরিমাণ চিনি এখনও মজুত রয়েছে। দেশের মোট প্রয়োজনের কেবল অল্প অংশই স্থানীয় উৎপাদন থেকে মেটানো সম্ভব হলেও আগে সে চিনি বিক্রি করে দেওয়া জরুরি। তিনি আরও বলেন, চিনির পাশাপাশি বিকল্প পণ্য উৎপাদনের বিষয়েও সরকার ভাবছে, কারণ এই খাতে দ্রুত লাভ আসে না এবং ভর্তুকি দিয়ে দীর্ঘদিন চালানো সম্ভব নয়।

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার কিংবা পরবর্তী সরকারের মেয়াদে এ খাত নিয়ে ভালো কোনো সিদ্ধান্ত আসবে। পাশাপাশি দেশি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এনএনবাংলা/