October 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 24th, 2025, 8:23 pm

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ মৌসুমী হামিদের

 

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ নিজের ফেসবুক পোস্টে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি জানান, চাচাকে হারিয়েছেন তিনি।

ছবিটিতে মৌসুমীর সঙ্গে ছিলেন তার প্রয়াত চাচা। পোস্টে আবেগঘন ভাষায় মৌসুমী লেখেন, ‘সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তি কামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমারা একসাথেই আবার চিল করব কাকু।’

সবশেষে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল। চিরতরে।’

তবে ঠিক কী ঘটেছিল তার চাচার সঙ্গে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। মৌসুমীর এ পোস্টে সহকর্মী শিল্পীরা শোক প্রকাশ করেছেন। অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকে মন্তব্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এনএনবাংলা/