সারাদেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত বন্যায় নিহতের সংখ্যা ১৪১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৭ মে থেকে ২৪ আগস্ট পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।
নিহতদের মধ্যে সিলেটে ৮০ জন, ময়মনসিংহে ৪৩ জন,রংপুরে ১৭ জন ও ঢাকা বিভাগে একজন।
তাদের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০৯ জন,বজ্রপাতে ১৯ জন, সাপের কামড়ে তিনজন,ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।
এছাড়া এ সময়ে প্রায় ৩৫ হাজার ৫৯৫ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় সিলেটের ৩৩টি, রংপুরের তিনটি ও চট্টগ্রাম বিভাগের একটিসহ ৩৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে যথাক্রমে ১৩, ১১ ও ৫টি উপজেলা বন্যা কবলিত হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন