January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 7:57 pm

দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’

অনলাইন ডেস্ক :

এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমা। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও বুবলী। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজিব সরোয়ার। সিনেমাটি দেখতে দেশের প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বেশ ভালোই ছিল। এবার দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে ‘ক্যাসিনো’ সিনেমা। আগামী ২৬ আগস্ট এ সিনেমা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পেতে যাচ্ছে। নিরব বলেন, ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে।

ঈদ উৎসবে দর্শক সিনেমাটি ভালোভাবে নিয়েছে। আশা করছি দেশের বাইরের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে। বুবলী বলেন, থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, দেশের দর্শকের মতো বাইরের দেশের দর্শকরা সিনেমাটি পছন্দ করবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।