January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 26th, 2023, 8:45 pm

দেশের বাইরে যেতে পারবেন না লামিছানে

অনলাইন ডেস্ক :

বিতর্ক ও তুমুল সমালোচনার জন্ম দিয়ে জাতীয় দলে ফেরা সন্দিপ লামিছানেকে এবার থাকতে হচ্ছে বাইরে। ধর্ষণ মামলায় জামিনে থাকলেও নেপালের এই লেগ স্পিনারের দেশের বাইরে যাওয়ার অনুমতি নেই। তাই সংযুক্ত আরব আমিরাতে তাকে নিয়ে যেতে পারছে না দলটি। পাপুয়া নিউগিনি, নেপাল ও স্বাগতিক আমিরাত নিয়ে দুবাইয়ে হবে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ত্রিদেশীয় সিরিজ। আসছে এই লড়াইয়ের জন্য শনিবার ১৫ সদস্যের দল দেয় নেপাল। যেখানে তারা চেষ্টা করেও রাখতে পারেনি লামিছানেকে। ধর্ষণের অভিযোগে গত নভেম্বরে কারাগারে যাওয়ার পর গত মাসে জামিনে মুক্ত হন লামিছানে। জামিন পাওয়ার পর দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। এরপর ঘরের মাঠে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে লামিছানেকে রাখে নেপাল। যা নিয়ে নেপালের অনেকের মাঝেই ছিল অসন্তোষ। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ক্যাম্পে বিক্ষোভও করেন তারা। সিরিজের সময় লামিছানেকে দলে ফেরানোর নীরব প্রতিবাদ জানায় সফরকারী দল দুটিও। নেপালের সব ক্রিকেটারের সঙ্গে ম্যাচ শেষে হাত মেলালেও ২২ বছর বয়সী লামিছানের সঙ্গে হাত মেলাননি স্কটল্যান্ড ও নামিবিয়ার ক্রিকেটাররা। ওই সিরিজে চার ম্যাচে ১৩ উইকেট নেন লামিছানে। যা নেপালের সবকটি ম্যাচ জয়ের পথে রাখে বড় অবদান। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আমিরাত সফরে লামিছানেকে নিতে আদালতের অনুমতি নেওয়ার চেষ্টাও করেছিল নেপাল। কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল না হওয়ায় তাকে ছাড়াই যেতে হচ্ছে দলটিকে। পাপুয়া নিউগিনি-নেপালের ম্যাচ দিয়ে রোববার শুরু হবে সিরিজটি।