December 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 26th, 2021, 12:44 pm

দেশের বিভিন্ন জেলায় ক’রোনা ও উপসর্গে ১৪০ জনের মৃ’ত্যু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। প্রতিযোগিতা চলছে সংক্রমণ ও মৃ’ত্যুর। সরকারি হিসাবেই প্রতিদিন মৃ’তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

এর বাইরেও সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে উপসর্গ নিয়ে মৃ’ত্যুর সংখ্যা। গ্রামগঞ্জে এ সংখ্যা বেশি। দেশে প্রত্যন্ত অঞ্চলের প্রায় প্রত্যেক বাড়িতে কেউ না কেউ জ্বর-কাশি ও ঠাণ্ডায় আক্রান্ত।

অনেকেই আবার সর্দি-কাশি-জ্বর শ্বাসকষ্ট নিয়ে মারা যাচ্ছেন বাড়িতেই। শেষ মুহূর্তে হাসপাতালে যাওয়ায় এদের অনেককেই বাঁচানো সম্ভব হচ্ছে না।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় ক’রোনা ও উপসর্গ নিয়ে ১৪০ জনের মৃ’ত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিনিধিদের পাঠানো খবরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃ’ত্যু হয়েছে ময়মনসিংহে। এ জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী ১৭, বরিশালে ১৬, চট্টগ্রামে ১২, ফরিদপুরে ৮, খুলনায় ১৪, চুয়াডাঙ্গায় ৭, চাঁদপুরে ৮, কুমিল্লায় ১৫, দিনাজপুরে ৬, কুষ্টিয়ায় ১৪ জনের মৃ’ত্যু হয়েছে ।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২২৮ জনের মৃ’ত্যুর খবর বলা হয়েছিল। একই সময়ে করোনায় নতুন শনাক্ত ছিল ১১ হাজার ২৯১ জন।