December 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 23rd, 2025, 3:51 pm

দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল

 

দেশকে এগিয়ে নিতে এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। দেশের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রশংসিত, তার বড় অংশই বিএনপির সময়ে হয়েছে। অথচ এমনভাবে প্রচার করা হয় যেন বিএনপি দেশের শত্রু।

তিনি আরও বলেন, “মানুষকে আকৃষ্ট করার এক অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। তিনি জাতি গঠনে নিরলসভাবে কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগ তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। ক্ষণজন্মা মানুষদের মুছে ফেলা যায় না— ইতিহাস নিজেই তাদের ধারণ করে রাখে। তারেক রহমানও আজ জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে চলছেন।

এনএনবাংলা/