July 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 23rd, 2025, 7:03 pm

দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়া সরকারের

জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জনমনে অসন্তোষ দেখা দেওয়ায় দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া জ্বালানির দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (২৩ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

আগামী শনিবার রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারা এবং প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগের দাবি উঠেছে।

আনোয়ার ইব্রাহিম প্রশাসনের সরকারের আয় এবং দেশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তারা শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে, যারা বিদ্যুৎ বেশি ব্যবহার করেন তাদের ওপর কড় বাড়িয়েছে এবং বিক্রয় ও সেবা ট্যাক্স বৃদ্ধি করেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, বিত্তশালী এবং বড় ব্যবসায়ীদের কাছ থেকে আরও কর আদায়ের লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সমালোচকরা বলছেন, সরকারের আয় বৃদ্ধির চেষ্টার প্রভাব মূলত সাধারণ মানুষের ওপর পড়বে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দেশে ১৮ বছরের ওপরের সবাইকে ১০০ রিঙ্গিত সহায়তা দেওয়া হবে। যা আগামী ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে।

দেশটির সরকার ২০২৫ সালে সব মিলিয়ে এ বছর ১৫ বিলিয়ন রিঙ্গিত অর্থ সহায়তায় ব্যয় করবে।

এদিকে শনিবারের বিক্ষোভে কুয়ালামপুরে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে জানিয়েছে পুলিশ। এ বিক্ষোভের আয়োজন করছে দেশটির বিরোধী দলগুলো।