March 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 17th, 2025, 2:38 pm

দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট!

 

বাংলাদেশের সব বিমানবন্দরে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু হতে পারে। রোববার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পেসএক্সের ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিথস সৌজন্য সাক্ষাতে আসেন এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে স্টারলিংক সেবা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বিমানবন্দরগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করার সম্ভাবনা এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। বেবিচক চেয়ারম্যান ভবিষ্যতে এ বিষয়ে আরও সহযোগিতার আশাবাদ প্রকাশ করেছেন। এক বিজ্ঞপ্তিতে বেবিচক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন, যেখানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার বিষয়ে বিস্তারিত কথা হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে স্টারলিংক চালু হলে প্রযুক্তি, অর্থনীতি, ই-লার্নিং, শিল্পখাত এবং নারীর ক্ষমতায়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এছাড়া, দুর্যোগকালীন সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার ক্ষেত্রে স্টারলিংক ইতিবাচক ভূমিকা রাখবে। বাজারে প্রতিযোগিতা বাড়ানোর ফলে ইন্টারনেট সেবার দামও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হলে দেশের প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগে সহজতা আসবে, যা বিশেষভাবে ব্যবসা এবং শিক্ষা খাতে উপকারে আসবে