July 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 5th, 2025, 8:19 pm

দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনার পতন, ক্ষমতার পরিবর্তন বা দলের পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থা ও মাফিয়া দুনীর্তিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। গত এক বছরে আমরা সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। তিনি বলেন,দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার। বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।

শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন,বিচার সংস্কার ও রাষ্ট্র গঠনের তিনটি লক্ষ্য সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা করছি।

পথসভায় দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন,যারা জুলাইয়ের বিরুদ্ধে,বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারাই আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মাদার অফ টেরোরিষ্ট হাসিনা মাঝে মধ্যেই সীমান্তের ওপার থেকে টুপ করে দেশে ঢুকে পরার চেষ্টা করে। জয়পুরহাটের ওপারেই ভারত। এ সময় তিনি নেতা-কর্মীদের প্রশ্ন করেন হাসিনাকে কি ঢুকতে দিবেন? নেতা-কর্মীরা সমস্বরে না বলেন। তিনি বলেন,ভারতের ওপাশে আরেক কসাই মোদি,মুসলমান ভাইেেদর আমাদের দেশে প্রায়ই পুশ ইন করছেন। আমি মোদিকে বলতে চাই অন্য কাউকে পুশিং না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে পুশইন করেন।

এর আগে বিকেলে সার্কিট হাউজ এলাকা থেকে একটি পদযাত্রা শহরের প্রধান সড়কের দুই পাশের উৎসুক জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা ও তাদের সাথে কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ।

জয়পুরহাটের পদযাত্রার এ কর্মসূচীতে এনসিপির জেলা প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন,সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা: তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,