December 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 2:56 pm

দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের উদ্দেশ্যে বিদেশ থেকে বিশেষ সুবিধা সংবলিত একটি ‘হার্ড জিপ’ সম্প্রতি দেশে আনা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ সিরিজের গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির নামে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে দেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেসের অনুমোদন প্রদান করে বিআরটিএ।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নিরাপত্তাজনিত প্রয়োজন বিবেচনায় দুটি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেয়। এর মধ্যে প্রথম গাড়ির অনুমতি দেওয়া হয়েছিল চলতি বছরের জুনে এবং দ্বিতীয়টির অনুমতি আসে অক্টোবর মাসে।

বিআরটিএ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, সাত সিটের সাদা রঙের জিপটি এ বছর জাপানে তৈরি হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে। ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি’ নামের সংস্থা থেকে ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’ এটি আমদানি করে, যা চলতি বছরের ১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে ‘মা এসোসিয়েটস’-এর মাধ্যমে ছাড় করা হয়।

মূল্য ও শুল্ককর

আমদানির বিল অব এন্ট্রি অনুযায়ী, ২ হাজার ৮০০ সিসি ক্ষমতাসম্পন্ন এই গাড়িটির ক্রয়মূল্য দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। জাতীয় রাজস্ব বোর্ড প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা হিসেবে মূল্য নির্ধারণ করে, ফলে গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস অ্যাসেসমেন্টে গাড়িটির মূল্য ধরা হয়েছে ৪১ হাজার ডলার।

গাড়িটি ছাড় করাতে শুল্ক, ভ্যাট এবং অন্যান্য কর বাবদ দিতে হয়েছে মোট ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। সব মিলিয়ে গাড়িটির ব্যয় দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

রেজিস্ট্রেশন তথ্য

বিআরটিএর নথি অনুযায়ী, যানটি ব্যক্তিনামের বদলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ নামেই নিবন্ধিত হয়েছে। ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়— ২৮/১ নয়াপল্টন। গাড়ির নম্বর হলো ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮।

রেজিস্ট্রেশনের দিনই ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার ফিটনেস অনুমোদন দেন। ফিটনেস সনদের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে। ট্যাক্স টোকেনের মেয়াদ এক বছর, যা আগামী ১ ডিসেম্বর শেষ হবে।

নথিতে গাড়িটির সাধারণ ওজন ২ হাজার ৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩ হাজার ৮৫ কেজি উল্লেখ রয়েছে।

সরেজমিন

গত নভেম্বরের মাঝামাঝি সময়ে তেজগাঁও–গুলশান লিংক রোডের এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো–রুমে গাড়িটি দেখা যায়। সেখানকার কর্মীরা ছবি তুলতে দেননি এবং গাড়ি কার জন্য আনা হয়েছে— সে বিষয়ে মন্তব্য করতেও অনীহা দেখান।

তবে গাড়িটি বুলেটপ্রুফ কিনা, তার অফিসিয়াল নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এনএনবাংলা/