January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 11th, 2021, 8:02 pm

দেশে এ পর্যন্ত প্রায় ৩ কোটি ৩৭ লাখ ডোজ টিকা প্রয়োগ

গণ টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। ছবিটি শনিবার বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন কেন্দ্র থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক:

দেশে এ পর্যন্ত তিন কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি চার লাখ ৩৭ হাজার ১১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ আর নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৮ হাজার ৮১০ আর নারী ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে এক কোটি ২২ লাখ চার হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে এক লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে এক কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। আর মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৬ লাখ ১৯ হাজার ৭৩১ জন। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ছয় লাখ ৬৫ হাজার ১০৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি এক লাখ ২৪ হাজার ৪৬৫ এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৪০ হাজার ৬৪৩ জন নিবন্ধন করেছেন।