December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 1st, 2023, 3:59 pm

দেশে ওমিক্রন সাব-ভেরিয়েন্ট বিএফ.৭ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

প্রতীকী ছবি

দেশে ওমিক্রন সাব-ভেরিয়েন্ট বিএফ.৭ এ আক্রান্ত একজন রোগী শনাক্ত করা হয়েছে। রোগী সম্প্রতি চীন থেকে এসেছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

চীন ও ভারত সহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের নতুন উপ-ভেরিয়েন্ট, ওমিক্রন বিএফ.৭-এর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, সরকার সংশ্লিষ্টদেরকে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নদী বন্দরগুলোতে স্বাস্থ্য নির্দেশিকা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ২৬ ডিসেম্বর এই বিষয়ে একটি নোটিশ জারি করে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অধিক সংক্রামক এই নতুন সাব-ভেরিয়েন্ট ওমিক্রন বিএফ.৭ এর আবির্ভাব সম্ভবত চীন, ভারত এবং অন্যান্য দেশে, যা বর্তমানে ফের কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।

কোভিডের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তর চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আগত ব্যক্তিদের নজরদারি ও স্ক্রিনিং জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

—ইউএনবি