Sunday, August 29th, 2021, 6:06 pm

দেশে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল: ২৪ ঘণ্টায় আরও ৮৯ মৃত্যু, শনাক্ত ৩,৯৪৮

নিজস্ব প্রতিবেদক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। একদিনে আরও ৮৯ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৪৮ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৪.১৪ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৪ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। সুস্থতার হার ৯৪.৭৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ২১ জন, রংপুরে ৫ জন, বরিশালে ৮ জন, সিলেটে ১০ জন, রাজশাহীতে ৭ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।