October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 7:31 pm

দেশে কিছু হলে সবার আগে গান বন্ধ করে দেওয়া হয়: সালমা

 

কন্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার ‘বোকা মন’ গানটি সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে। এটি তার গাওয়া দ্বৈত গান । এছাড়া নন্দিনী সিনেমায় গেয়েছেন তিনি।

‘সানাই’ গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। শুভ ভাইয়ের (কাজী শুভ) সঙ্গে এটি গাওয়া প্রথম গান। আর কে মিউজিকের ব্যানারে গানটি এক মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। ভিডিওটি ভালো হয়েছে।’

সম্প্রতি মুক্তি পাওয়া ‘নন্দিনী’ সিনেমায় সালমার একটি গান থাকলেও চলচ্চিত্রে গান কম করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নন্দিনী সিনেমার গানটি পাঁচ বছর আগে গেয়েছিলাম। আসলে এই সময়ে সিনেমায় যারা সংগীত পরিচালক আছেন, তাদের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই। শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহাসহ অনেক গুণী সংগীত পরিচালকের সঙ্গে গান করেছি। সংগীত ক্যারিয়ারে ৩০টির বেশি সিনেমায় গান করার সুযোগ হয়েছে। প্রায় ১০ বছর সিনেমার গানের প্রস্তাব খুব একটা পাচ্ছি না। এ কারণেই সিনেমার গান কমে যাচ্ছে। আমি অডিও বাজার, স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত। সিনেমার গান কমে গেলেও কোনো অসুবিধা নেই। ইদানীং সিনেমায় ব্যবহৃত ফোক গান আধুনিক গানের শিল্পীরা গাইছেন। এটি শুনলে খারাপ লাগে। আমরা যেহেতু ফোক গান বেশি গাই, সেহেতু আমাদের কাছে এ ধরনের গানের প্রস্তাব আসতেই পারত। তবে এটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কাউকে দোষারোপও করতে চাই না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা ও ট্রলের বিষয়ে সালমা জানান, ‘ব্যক্তিগত বিষয় নয়, প্রত্যেক মানুষের কাজকে সম্মান করা উচিত। বাংলাদেশে তারকার ব্যক্তিগত বিষয় পেলে মাতামাতি শুরু হয়ে যায়। এটি ঠিক নয়। পৃথিবীর অন্য কোনো দেশে তারকার ব্যক্তিগত বিষয় নিয়ে মাতামাতি কমই হয়। তারকাদের ব্যক্তিগত বিষয় সামনে এলে শিল্পীর ক্ষতি হয়ে যায়। আসলে, ব্যক্তিগত বিষয়টি ব্যক্তিগতই রাখা উচিত। কাজের জায়গায় কাজ।’

এই সময়ে সংগীত কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, এমন প্রশ্নে সালমার উত্তর, ‘চ্যালেঞ্জ সব জায়গায় আছে। তবে মিউজিক সব সময়ই চ্যালেঞ্জের জায়গায় ছিল। দেশের কোনো কিছু হলে সবার আগে গান বন্ধ করে দেওয়া হয়। অন্য কোনো কাজ বন্ধ হয় না। শিল্পীদের কাজের কোনো গ্যারান্টি নেই। করোনার সময় শিল্পীদের বেশ দুর্দিন যাচ্ছিল। সেই কঠিন সময়ই মোকাবিলা করেছি। আশা করছি, সব ধরনের চ্যালেঞ্জই শিল্পীরা মোকাবিলা করতে পারবেন।’

এনএনবাংলা/