January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 11th, 2021, 7:18 pm

দেশে জিম্বাবুয়েফেরত ২ নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআরের) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই স্বাভাবিক আছেন। কারও কোন ধরণের জটিল উপসর্গ নেই।

তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন বলেও জানান ডা. আলমগীর।

প্রসঙ্গত, করোনার ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।

——ইউএনবি