November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 19th, 2024, 9:52 pm

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১

নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা) তাঁদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ নিয়ে চলতি অক্টোবরে এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যু কথা জানাল অধিদপ্তর। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ২৪১ জনের।

সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয় ঢাকা উত্তর সিটির হাসপাতালে আর দক্ষিণে একজনের এবং খুলনা বিভাগে একজনের।

চলতি বছর দেশে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালগুলোয়। চলতি বছর এই সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় মৃত্যু হয় ১২৫ জনের। আর উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় এ সংখ্যা ৩৮। আক্রান্তের সংখ্যাও এই সিটিতেই বেশি। উত্তরে এ সংখ্যা ১০ হাজার ৮৫ এবং দক্ষিণে এ সংখ্যা ১০ হাজার ১২০। ডেঙ্গুতে সবচেয়ে কম মানুষ মারা গেছেন চট্টগ্রাম ও রাজশাহীতে; একজন করে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৭০ রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এরপর ১৭৯ জন ভর্তি হয়েছেন দক্ষিণ সিটির হাসপাতালে। আর এই দুই সিটি করপোরেশন ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৪ জন। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ১৪৯, বরিশালে ১৪৬, খুলনায় ১১২, রাজশাহীতে ৪৪, ময়মনসিংহে ২৫, রংপুরে ১০ ও সিলেট বিভাগে ২।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ২১ থেকে ৩০ বছর বয়সীরা ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন। এই বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৭৪ আর মৃতের সংখ্যা ৫১।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন। তবে এ বছর সেপ্টেম্বরে মারা যান ৮০ জন।