January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 10th, 2023, 9:05 pm

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৯

দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সংক্রমিত রোগীরা। হাসপাতালের বেড সংকুলান না হওয়ায় ফ্লোরে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা। ছবিটি মুগদা জেনারেল হাসপাতাল থেকে তোলা।

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া সোমবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৪ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৩১৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ২ হাজার ৮০ জন ঢাকায় এবং এক হাজার ১৭৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১০ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ হাজার ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৬৬৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১০ হাজার ৫১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৭ হাজার ৫২৫ জন ঢাকার ও বাকি ২ হাজার ৯৮৯ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।

—-ইউএনবি