January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 2nd, 2021, 12:10 pm

দেশে পৌঁছেছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে (বিজি-০২৬) মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।বাংলাদেশ বিমানের দোহা থেকে ফিরতি ফ্লাইটে ক্যাপ্টেন নওশাদের মরদেহ বাংলাদেশে আনা হয়। ঢাকায় আসার পর সকাল সাড়ে নয়টার দিকে নওশাদের মরদেহ বিমান থেকে নামানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম, বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

নওশাদের মৃত্যুর এই ক্ষতি অপূরণীয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী।

বাদ জোহর বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকাতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে ক্যাপ্টেন নওশাদকে।