অনলাইনন ডেস্ক :
চীন থেকে ক্রয়কৃত সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
ঢাকা বিমান বন্দরের স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ ইউএনবিকে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চীন থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা নিয়ে রাত ১০টা ৩০ মিনিটের দিকে দেশে অবতরণ করে।’
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবারে (৩০ জুলাই) চীন থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছাবার কথা রয়েছে।
এর আগে গত ১৭ ও ১৮ জুলাই সিনোফার্মের হতে ক্রয়কৃত মোট ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছায়। চীনের সাথে টিকা ক্রয়ের চুক্তির ভিত্তিতে এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
৪৩তম বিসিএস গোয়েন্দা সুপারিশে বাদ ২২৭ জন, থাকছে পুনর্বিবেচনার সুযোগ
সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা