January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 16th, 2023, 8:19 pm

দেশে ফিরলেন টাইগাররা

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা। তবে দেশে ফেরেননি বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক তামিম ইকবাল, তাইজুল ইসলাম ও লিটন দাস দেশে ফেরেননি। লন্ডনে ছুটি কাটাবেন তারা। আর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিবেন সাকিব আল হাসান। আপাতত কোন সিরিজ না থাকায় ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশ।

প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে ও শেষ ম্যাচে ৪ রানে জয় পায় টাইগাররা। আগামী ১৪ জুন ঘরের মাঠে আফগানিস্তানে সঙ্গে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ঈদের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দু’দল।