January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 20th, 2022, 8:20 pm

দেশে ফিরেছে ক্রিকেটারদের একাংশ

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে বুধবার (২০ জুলাই) বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। আগেই জানানো হয়েছিল টিকিট জটিলতায় একসঙ্গে ফেরা হচ্ছে না গোটা দলের। প্রথম দফার ‘এ’ বহর এসে পৌঁছায় বাংলাদেশ সময় বিকেল ৫টার পর। প্রথম দফায় ছয়জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে ২ জন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ। এ ছাড়া ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ও ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবালও দেশে ফিরেছেন একই ফ্লাইটে। সঙ্গে ছিলেন দুজন সাপোর্টিং স্টাফও। এক দিন পর আসবে দলের দ্বিতীয় ও শেষ বহর। চার দিনের বিশ্রাম শেষে দল উড়াল দেবে জিম্বাবুয়ের উদ্দেশে। তবে দলের সঙ্গে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছুটি কাটাতে এ ওপেনার অবস্থান করছেন ইংল্যান্ডে। ফিরছেন না বিদেশি কোচিং স্টাফরাও। সেখান থেকেই যে যার দেশে চলে যাবেন ছুটি কাটাতে। সেখান থেকেই দলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে যোগ দেবেন তারা। আগামী ২৬ জুলাই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে উড়াল দেবে দল। ৩০ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই। এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৩-০-তে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টেস্ট আর টি-টোয়েন্টিতে অবশ্য পরাজয়ের বৃত্ত ভাঙা হয়নি টাইগারদের। এদিকে আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রথম দিকে ‘এ’ দলের বিষয়ে পরিকল্পনা করা হলেও প্রধান নির্বাচক নান্নু জানান, সেরা দলটাই খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এখনই পরীক্ষা-নিরীক্ষায় যেতে চায় না বাংলাদেশ। ক্যারিবীয় সফরে যাওয়া দলে থাকছে না খুব বেশি পরিবর্তন। দল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা একসঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করব। প্রথমে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ। তাই ২৬ জুলাই যাবে টি-টোয়েন্টি দল। আর ওয়ানডে দল দেশ ছাড়বে ৩০ জুলাই।’