January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 10th, 2022, 8:13 pm

দেশে ফেরা হচ্ছে না ৮ ভারতীয় ক্রিকেটারের

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের কাছে দ্বিতীয় সেমিফাইনালে ১০ উইকেটের হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। আগামী রোববার মেলবোর্নে শিরোপার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। অ্যাডিলেডে এমন পরাজয়ের পর রোহিত শর্মাদের দেশে ফেরার বিমানে উঠতে হবে। তবে এখনই দেশে ফিরতে পারছেন না আট ভারতীয় ক্রিকেটার। এক সপ্তাহ পরেই ভারতীয় দলের নিউজিল্যান্ড সফর। তাই দেশে ফেরার প্রশ্নই আসে না। ভারতের বিশ্বকাপ দলের ১৫ জন থেকে আটজনই আছেন নিউজিল্যান্ড সফরের দলে। তারা হলেন হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীপক হুদা, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল ও ভুবনেশ্বর কুমার। অস্ট্রেলিয়া থেকে সরাসরি নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাবেন তারা। বিশ্বকাপ দলের বাকি সাতজন ফিরবেন ভারতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচ ওয়েলিংটনে। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে বে ওভালে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২২ নভেম্বর নেপিয়ারে মুখোমুখি হবে দুই দল। এরপর আছে ওয়ানডে সিরিজ। ২৫ নভেম্বর অকল্যান্ডে প্রথম ওয়ানডে ম্যাচ। পরের এক দিনের ম্যাচ ২৭ নভেম্বর হ্যামিল্টনে। ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলে শেষ হবে সিরিজ। এরপর ভারতীয় দল আসবে বাংলাদেশ সফরে।
নিউজিল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দল : শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ যাদব এবং উমরান মালিক।
নিউজিল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দল : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিংহ, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।