ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘দেশে সড়ক দুর্ঘটনার অর্ধেকের বেশি মোটরসাইকেলে হয়। তাই ঈদে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের পুলিশ সদস্যদেরও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে মোটরসাইকেলে বাড়ি যাওয়া নিষেধ করেছি।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর পান্থপথে একটি শপিংমলের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।
ঈদের সময় সড়কে অনেক বেশি গাড়ির চাপ থাকে। তাই এসময় দুর্ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায় ঈদে সবাইকে মোটরসাইকেলে যাতায়াত না করার অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, এবার আসন্ন ঈদুল ফিতরে ঢাকায় চলাচলকারী লোকাল বাসকে বাইরের জেলায় যেতে দেওয়া হবে না। এজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা এ নিয়ে কাজ করছে।
হাবিবুর বলেন, এবার ঈদে ফাঁকা ঢাকায় ছিনতাই রাহাজানি ও চুরি ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হয়ে। পুলিশ এ বিষয়ে সতর্ক আছে।
ঈদ উৎসবকে কেন্দ্র কোনো ধরনের হুমকি আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা নাশকতার তথ্য পুলিশের কাছে নেই।
ডিএমপি কমিশনার বলেন, ‘ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় না চলে সেদিকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। বাস মালিকদের নিষেধ করা হয়েছে যেন ফিটনেসবিহীন গাড়ি বের না করে। যদি কেউ অমান্য করে তাহলে ট্রাফিক আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় ঈদের কেনাকাটায় ঢাকার তীব্র যানজট বিষয়ে কমিশনার বলেন, ‘ঢাকায় যে পরিমাণ মার্কেট ও যানবাহন রয়েছে সেই তুলনায় পর্যাপ্ত বৈধ পার্কিংয়ের ব্যবস্থা নেই। তাই যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। পার্কিং করলে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
মার্কেট কর্তৃপক্ষকে তাদের করিডরে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রাখতে বলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে