November 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 7:54 pm

দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই-হাজী মুজিব

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। দল যাকে মনোনয়ন দেবে, বিএনপির প্রতিটি নেতাকর্মী তার পক্ষে কাজ করবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়ে কতিপয় রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তারা ভোট দিয়ে পছন্দসই একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোববার সন্ধ্যায় ২নং পতনঊষার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পতনঊষার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা তোয়াবুর রহমান তবারক, জুনেদ আহমেদ ও আব্দুস শহীদের যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফা, শাছুল ইসলাম, আবুল