October 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 11:48 pm

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৮৩৮৬ টাকা

 

দেশের বাজারে টানা ঊর্ধ্বগতির পর অবশেষে কমলো স্বর্ণের দাম। এক দফায় ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে পতন হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে এ নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম তালিকা (প্রতি ভরি ১১.664 গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ২,০৮,৯৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ১,৯৯,৫০১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১,৭০,৯৯৪ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৪২,২১৯ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ বিক্রির সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরিতে কিছুটা তারতম্য হতে পারে।

এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫,৪৭০ টাকা।

এছাড়া—২১ ক্যারেট রুপা ৫,২১৪ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৪,৪৬৭ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ৩,৩৫৯ টাকা।

চলতি বছর এ নিয়ে ৬৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৪৮ বার বেড়েছে এবং ১৯ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল; তখন ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়।

এনএনবাংলা/