গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান বলেছেন, বাগবাড়ি আমার জন্মস্থান। দেশ ও দেশের জনগণের সেবায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীতে স্বাস্থ্যসেবার নিশ্চিত করতে আমাদের সবাইকে নজর রাখতে হবে। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময় মানুষ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে আসছে। ফাউন্ডেশনটি আগামী দিনেও আরো সমাজ কল্যাণে কাজ করবে।
শনিবার ১৮ই অক্টোবর-২৫ বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে (ভার্চুয়ালি সংযুক্ত হয়ে) প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত কার্ডিওলজিস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জুবাইদা রহমানের পরামর্শে এবং সার্বিক তত্ত্বাবধানে
শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়ালী) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এর সভাপতিত্বে
সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির মিডিয়া সেল এর আহবায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির মিডিয়া সেল এর সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন, ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিন্টন।
অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডাঃ মোস্তফা আজিজ, ডাঃ এমআর হাসান, ডাঃ মোঃ ইউনুস আলী, ডাঃ এ কে এম মোনারুল কাদির বিটুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন,
সাবেক এমপি কাজী রফিক, বিএনপির ও অঙ্গ দলের মধ্যে এম আর ইসলাম স্বাধীন, ফজলুল হক তালুকদার বেলাল, এনামুল হক নতুন, বিএমএ বগুড়া’র সভাপতি ডাঃ আফসারুল হাবিব রোজ, শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারঃ) মোঃ আব্দুল বারী, ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, মাস্টার আমিনুর রহমান তালুকদার, সাবেক মেয়র সাইফুল ইসলাম, আব্দুর রহিম পিন্টু, আবু হাসান, হাবিবুর রশিদ সন্ধ্যান, এম আর হাসান পলাশ, মাহফুজুর রহমান ফারুক, আরিফুর রহমান মজনু, রাকিবুল হাসান হিরু, আব্দুল লতিফ, সুজা উদ্দিন সুজা, আঞ্জু মন্ডল, জাঙ্গীর আলম পোটল সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত দিনব্যাপী এই স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৭ হাজার মানুষ স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কে প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সব ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা-ওষুধ ও পরামর্শপত্র প্রদান করায় মানবিক ও মোহতী এই উদ্যোগ কে প্রশংসা করেছেন অসুস্থ রোগীদের পরিবার সহ সচেতনমহল।
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ