Wednesday, December 24th, 2025, 7:06 pm

দেশ গড়ার কাজে নারীদেরকে পুরুষের পাশাপাশি এগিয়ে আসতে হবে-ক্যাপ্টেন গোলাম কিবরিয়া

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

দেশ গড়ার কাজে নারীদেরকে পুরুষের পাশাপাশি এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রতিটি নারী হোক ক্ষমতায়িত, প্রতিটি সন্তান হোক সুশিক্ষিত।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে  নোয়াখালীর সোনাইমুড়ীর দেওটিতে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে “আমরাও মানুষ” ওমেন্স ওয়েলফেয়ার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া এসব কথা বলেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজেরা বেগমের সভাপতিত্বে

বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তজা, জহিরুল ইসলাম, গোলাম মাওলা, সোমপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহনাজ আক্তার, বালিয়াধর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাজমা আক্তার, ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

নারীদের ধর্মীয় শিক্ষা বিস্তার, আদর্শ মা, শিক্ষকতা, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১০জন নারীকে সম্মাননা প্রদান ও নগদ অর্থ প্রদান করা হয়।

পরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা মিয়ার দেওটির বাড়ীতে এম এইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।