বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতে জনগণ আগে নির্বাচন চায়। অথচ কিছু দল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।খবর (বাসস)
আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতি কী জনগণ তা বুঝেন না। নির্বাচন হলে, সরকার গঠন হলে সব সমস্যা সংসদে আলোচনা করা যাবে।’
তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, আমরা কেউ ভোট দিতে পারিনি, আমাদের শান্তিতে ঘুমাতে দেয়নি। এখন অন্তত ঠিকমতো ঘুমাতে পারছি।’
বিএনপির আমলে ঠাকুরগাঁও ও দেশের বিভিন্ন স্থানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণকে আবারও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিগত সরকারের কাছে দেনদরবার করেছি বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম খালেদা জিয়াকে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।’
বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি জাতি আগামীতেও দেখবে: জামায়াত আমির
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানাবে ঐকমত্য কমিশন
মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ