সিলেটের ফেঞ্চুগঞ্জে খেলতে গিয়ে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের মোগলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশু মাইশা ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান করিবের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন জানান, ওইদিন বিকালে মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাঁধা দোলনায় খেলা করছিল। এই সময় দোলনার রশিতে মাইশার গলা পেঁচিয়ে যায়। মাইশার অন্য বোনের চিৎকার শুনে তার মা দৌঁড়ে এসে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু মাইশাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
শিশু সোয়াইবের শরীরজুড়ে ছ্যাঁকা, হাতের নখ উপড়িয়ে করানো হতো ভিক্ষা
কমলগঞ্জে ভুট্টার বাম্পার ফলন সম্ভাবনা
আড়াই বছর ধরে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ, মনু পাড়ে বন্যা আতঙ্ক