জেলা প্রতিনিধি :
ঈদ শেষে রাস্তায় নানামুখী ভোগান্তি নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহনের কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে তাদের। যাত্রাপথে ভেঙে ভেঙে ঘাটে গিয়ে ফেরিতেও উঠতে হচ্ছে গাদাগাদি করে। ফলে চাইলেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে পানতে পারছেন না অনেকে।
গার্মেন্টসে চাকরিজীবী বেশির ভাগ মানুষের মঙ্গলবার ঈদের ছুটি শেষ হয়ে গেছে। বুধবার থেকে তাদের অফিস করতে হবে। একারণে কর্মজীবী মানুষেরা ঢাকায় ফিরছেন। তবে কেউই সরকারি বিধিনিষেধ মানছেন না।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঘাট থেকে সিএনজি, অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন লোকাল যানবাহনে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চার পাঁচগুণ ভাড়া বেশি দিয়ে নবীনগর, সাভার ও গাজীপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে যাচ্ছেন।

আরও পড়ুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকরা
ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা ফখরুলের
জুলাই আন্দোলনের হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন