অনলাইন ডেস্ক :
নদীতে তীব্র স্রােতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অব্যাহতভাবে পানি বাড়ায় পদ্মা নদীতে স্রােত কমছে না। ফলে স্বাভাবিক হচ্ছে না ফেরি চলাচল। ফেরি না চলায় উভয় প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।
শনিবার সকালে রাজবাড়ী গোয়ালন্দ মোড় এলাকার ঢাকাণ্ডকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দেখা যায় দীর্ঘ যানবাহনের সারি। এছাড়াও দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে ঢাকাণ্ডখুলনা মহাসড়কেও রয়েছে যানবাহনের দীর্ঘ জট।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন (বাণিজ্য) জানান, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে তীব্র স্রােত রয়েছে। এর ফলে স্রােতের বিপরীতে ফেরি আসতে সময় লাগছে।
এছাড়া পানি বৃদ্ধির ফলে আমাদের অনেকগুলো ঘাট সরাতে হয়েছে। এখন ১৬টি ফেরি চলাচল করছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাস ও কাঁচা পণ্যবাহী ট্রাক পারাপার করছি। আশা করছি দ্রুত সময়ে এই যানজট কেটে যাবে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন