Sunday, November 26th, 2023, 7:38 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামী লীগের

দ্বাদশ জাতীয় নির্বাচনে ২৯৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রবিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের।

এর আগে এদিন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করে বাংলাদেশ আওয়ামী লীগ।

সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগ ও এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

—-ইউএনবি